যোগা,অঙ্কন,সঙ্গীত,নৃত্য এবং আবৃত্তি বিষয়গুলির শিক্ষা সহায়ক/সহায়িকার জন্য নিয়মাবলী

১) বয়সসীমা- ১৮+ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। (০১/০৮/২০২০ অনুসারে)
২) অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৫ ই সেপ্টেম্বর ২০২০, রাত্রি ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
৩) পোস্টের নাম-শিক্ষা সহায়ক/সহায়িকা। প্রতিটি বিষয়ের জন্য ৪ জন করে নেওয়া হবে।
৪) শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। আবেদন করবার জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৫) যে বিষয়ে আবেদন করছেন সেই বিষয়ের যোগ্যতার ন্যূনতম ১ বছরের সার্টিফিকেট প্রয়োজন।
৬) যে বিষয়ে আবেদন করছেন সেই বিষয়ের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৭) কার্যকালের মেয়াদ কর্মশালা চলাকালীন তার কাজের মূল্যায়ন খতিয়ে দেখে পরবর্তী কর্মশালার জন্য নবীকরণ হতে পারে।
৮) কাজের ধরন- এটি কোনোরূপ চাকরী নয়, সম্পূর্ণ অস্থায়ী স্বেচ্ছাসেবক মূলক কর্ম, প্রতি কর্মশালা পিছু সাম্মানিক দেওয়া হবে। কর্মশালার সাম্মানিক বিষয় বিশেষে নির্ধারিত হবে, যা পরবর্তী সময় পরিবর্তিত হতে পারে। ভবিষ্যতে স্থায়ী কাজের জন্য কোনোরূপ আবেদন গ্রাহ্যনীয় হবে না।
৯) প্রতিটি বিষয়ের অনলাইন কর্মশালার জন্য শিক্ষা সহায়ক/সহায়িকাদের পাঠানো ভিডিও সমূহ পরম প্রেরণার সর্বসত্ত্ব সংরক্ষণে থাকবে। শিক্ষা সহায়ক/সহায়িকাদের পাঠানো ভিডিও রেকর্ডিং ক্লাস সমুহের জন্য নির্দিষ্ট হারে এককালীন সান্মানিক দেওয়া হবে। পরবর্তীকালে উক্ত ভিডিও রেকর্ডিং ক্লাস সমুহ পরম প্রেরণা ব্যবহার করতে পারবে। যার জন্য ভবিষ্যতে সহায়ক/সহায়িকারা কোনো সন্মানিক পাবেন না এবং কোনোরূপ ব্যবহার বা দাবী করতে পারবেন না। পরম প্রেরণার শিক্ষার্থীদের কর্মশালার আলোচিত ভিডিও, বিষয় সামগ্রীর ফাইল, পরম প্রেরণা ব্যতীত আপলোড বা শেয়ার করা যাবে না।
১০) যান্ত্রিক সমস্যা বা বিশেষ কারণে ভিডিওতে কোনোরূপ সমস্যা এলে পরম প্রেরণা প্রয়োজনে শিক্ষা সহায়ক/সহায়িকাদের পাঠানো ভিডিও এডিটিং করতে পারবে। ভিডিওতে কোনোরূপ ত্রুটি থাকলে সেই ভিডিওটি বাতিল করা হতে পারে, সেই ক্ষেত্রে পুনরায় ভিডিও পাঠাতে হবে।
১১) প্রতিটি অনলাইন কর্মশালা সর্বাধিক তিন মাস চলবে। প্রতি সপ্তাহে একটি করে ক্লাস হবে। প্রয়োজনে ক্লাসের তারিখ ও সময় পরিবর্তন হতে পারে।
১২) প্রতিটি বিষয়ের কর্মশালার ক্লাসের সময়সীমা সর্বাধিক ৪০ মিনিট। ক্লাসগুলি ভিডিও রেকর্ডিং আকারে এবং কর্মশালার কিছু ক্লাস সরাসরি অনলাইনেও হবে।
১৩) শিক্ষা সহায়ক/সহায়িকারা উক্ত কর্মশালা বিষয়ক সামগ্রী পরম প্রেরণাকে পাঠানোর সময় যান্ত্রিক সমস্যা বা বিশেষ কারণে কোনোরূপ সমস্যা হলে পরম প্রেরণা প্রয়োজনে সেই সমস্ত সামগ্রী পুনরায় নিতে পারবে।
১৪) পরম প্রেরণা প্রয়োজনে বিধিনিষেধ ও শর্তাবলী যে কোনো সময় পরিবর্তন করতে পারে। পরম প্রেরণা চাইলে প্রয়োজনে যে কোনো সময় এই নিয়মাবলী পরিবর্তন, সম্পাদনা করতে পারবে।
১৫) শিক্ষা সহায়ক/সহায়িকাদের নির্বাচন – Interview পরীক্ষার মাধ্যমে হবে।
১৬) আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করবার জন্য পরম প্রেরণার মাননীয় সম্পাদক মহাশয়কে www.paramprerana.org ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
১৭) একই প্রার্থী দুবার আবেদন করতে পারবেন না।
১৮) পরম প্রেরণার অনলাইন শিক্ষাদান কর্মসূচী স্বেচ্ছাসেবার ভিত্তিতে একটি অবাণিজ্যিক প্লাটফর্ম।

১৯) শিক্ষা সহায়ক/সহায়িকাদের ক্লাসের জন্য পাঠানো ভিডিও পরিষ্কার আলো সহ হতে হবে, সাউন্ড এর গুন মান যেন ভালো হয়। শিক্ষা সহায়ক/সহায়িকাদের ক্লাসের জন্য প্রয়োজনীয় সামগ্রী পরম প্রেরণা বহন করবে না।
২০) কোনো শিক্ষা সহায়ক/সহায়িকা আমাদের কর্মশালাতে নিজস্ব, ব্যক্তিগত, কোনোরূপ সংস্থার প্রচার করতে পারবেন না, যদি করে থাকেন পরম প্রেরণা সেই ক্ষেত্রে জরিমানাসহ সেই সকল শিক্ষা সহায়ক/সহায়িকাদের বহিষ্কার করতে পারে।
২১) শিক্ষা সহায়ক/সহায়িকারা কর্মশালাটি নির্ধারিত সময়ে সফলভাবে করতে বাধ্য থাকবেন।
২২) কর্মশালাটি বাংলা ভাষায় হবে প্রয়োজনে কিছু ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার হতে পারে।
২৩) লাইভ ক্লাসগুলোতে ক্লাস শুরুর অন্তত ৫ মিনিট আগে উপস্থিত হয়ে শিক্ষা সহায়ক/সহায়িকাদের ক্লাসের উপস্থিতি জানাতে হবে।
২৪) শিক্ষা সহায়ক/সহায়িকাদের লাইভ ক্লাসগুলো পরম প্রেরণা রেকর্ডিং করতে পারে। অনেক শিক্ষার্থীর লাইভ ক্লাসে অংশ নিতে সমস্যা থাকলে, পরম প্রেরণা প্রয়োজনে উক্ত ক্লাসটির  রেকর্ডিং দেখানোর সুযোগ করে দিতে পারে।
২৫) প্রতিটি কর্মশালায় মডেল টেস্ট গুলি সঠিক উত্তর নির্বাচন (MCQ )পদ্ধতিতে নেওয়া হবে।
২৬) লাইভ ক্লাস চালু অবস্থায় শিক্ষক ক্লাস মিউট রেখে কোথায় চলে যাওয়া কিংবা শিক্ষার্থীদের কাজ দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না। সেক্ষেত্রে সেই দিনের ক্লাসের সাম্মানিক পাওয়া যাবে না।
২৭) শিক্ষার্থী এবং শিক্ষা সহায়ক/সহায়িকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বোঝায় রাখতে হবে।
২৮) কোনো শিক্ষার্থী শিক্ষার্থীদের দেওয়া নীতিমালা মেনে না চললে কিংবা অসাধুচারণ করলে শিক্ষা সহায়ক/সহায়িকা পরম প্রেরণা কর্তৃপক্ষকে জানাতে পারবে। সমস্যা গুরুতর হলে পরম প্রেরণা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

২৯) শিক্ষা সহায়ক/সহায়িকারা কোনো প্রকার রাজনৈতিক, অশ্লীল, জাতি- ধর্ম-ভেদাভেদ মূলক আলোচনা করতে পারবেন না।

৩০) লাইভ ক্লাস চলাকালীন শিক্ষা সহায়ক/সহায়িকারা বিশেষ প্রয়োজন ছাড়া শিক্ষার্থীদের অভিভাবকের সাথে আলাপ আলোচনা করতে পারবেন না।
৩১) প্রতিটি ক্লাসের রেকর্ডিং পরম প্রেরণার নিজস্ব স্বত্ত্বাধিকার সম্পতি হিসেবে গণ্য হবে।
৩২) পুরো ক্লাসের সকল ভিডিও শিক্ষা সহায়ক/সহায়িকা নিজ দায়িত্বে আমানত হিসেবে সংরক্ষণ করবেন। পরম প্রেরণা ব্যতীত সেটা অন্য কারো সাথে শেয়ার/ অপর কাউকে দেওয়া যাবে না। উক্ত ক্লাস শিক্ষা সহায়ক/সহায়িকা বিক্রয় করতে পারবেন না কিংবা নিজস্ব প্রচারের স্বার্থে আলোচনা এবং নিজস্ব প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
৩৩) শিক্ষা সহায়ক/সহায়িকারা পরম প্রেরণার কোনো শিক্ষার্থীকে নিজের ব্যক্তিগত বা প্রাইভেট কোর্সের জন্য অথবা নিজস্ব প্রতিষ্ঠানের জন্য প্ররোচিত করতে পারবেন না কিংবা এখানে বেসিক শিখিয়ে প্রাইভেট কোর্সে আরো ভালো শিখিয়ে দেবেন, ব্যাক্তিগত যোগাযোগ মাধ্যম গড়ে তোলা এবং কোনোরূপ প্রলোভন দেখানো যাবে না। এইসকল প্রমাণ পাওয়া গেলে জরিমানাসহ বহিষ্কার করা হতে পারে।
৩৪) শারীরিক অসুস্থতা বা বিশেষ কারণে শিক্ষা সহায়ক/সহায়িকারা কোনো ক্লাস নিতে সক্ষম না থাকলে অন্তত ১৬ ঘণ্টা পূর্বে কর্তৃপক্ষকে জানাতে হবে।
৩৫) সহায়ক/সহায়িকাদের যে কোনো কর্মশালার ক্ষেত্রে কমপক্ষে চারটি ক্লাসের অগ্রিম ভিডিও পাঠাতে হবে। কোনো শিক্ষা সহায়ক/সহায়িকা যদি নতুন বা পরবর্তী কোনো কর্মশালার ক্লাস নিতে সক্ষম না হন তাহলে উক্ত কর্মশালার প্রচার/প্রমোশনের আগে কর্তৃপক্ষকে যথাযথ নিয়মে লিখিতভাবে বা পরম প্রেরণার অফিসিয়াল ই-মেলে জানাতে হবে।
৩৬) একজন শিক্ষা সহায়ক/সহায়িকা একদিনে সর্বোচ্চ ৫ টি ক্লাস নিতে পারবেন। কর্মশালার ক্লাসে কতজন শিক্ষার্থী নিয়ে ক্লাসটি পরিচালিত হবে সেই বিষয়ে শিক্ষা সহায়ক/সহায়িকাদের পরম প্রেরণা কর্তৃপক্ষ জবাবদিহি করতে বাধ্য থাকবে না।
৩৭) লাইভ ক্লাসের ক্ষেত্রে পরম প্রেরণা কর্মশালার প্রতি ক্লাস হিসেবে সাম্মানিক প্রদান করে থাকবে। দশটি ক্লাস হলে দশ দিনের সাম্মানিক একসাথে দেওয়া হবে। সাম্মানিকের পরিমাণ বিষয়ের উপর দক্ষতা, শিক্ষার্থীদের মতামত, অভিজ্ঞতা ইত্যাদির উপর নির্ভর করে আলাপ আলোচনা করে দেওয়া হবে।