যোগা,অঙ্কন,সঙ্গীত,নৃত্য এবং আবৃত্তি বিষয়ক অনলাইন কর্মশালার শিক্ষার্থীদের জন্য নিয়মাবলী

১) বয়সসীমা- ৫+ থেকে তদুর্ধ।

২) আবেদন পত্র- www.paramprerana.org ওয়েবসাইটে পরম প্রেরণার মাননীয় সম্পাদক মহাশয়কে অনলাইনে আবেদন করতে হবে সাথে পাসপোর্ট সাইজ ছবি, সাক্ষর এবং টাকা জমা দেওয়ার স্ক্রিনশটটি আপলোড করে পাঠাতে হবে। 

৩) অনলাইন কর্মশালায় অংশগ্রহণের জন্য ১ টাকা রেজিস্ট্রেশন ফি ও ৪৯৯ টাকা অনুদান মোট ৫০০ টাকা জমা দিতে হবে-বন্ধন ব্যাঙ্কে Beneficiary Name- Bankura Param Samajkalyan Sangha, Bank Name- Bandhan Bank, Branch Name- BankuraBranch, Account No.- 50160006798876, IFSC Code- BDBL0001540
অথবা UPI ID.-  9832918078@paytm
৪) প্রতিটি অনলাইন কর্মশালা সর্বাধিক তিন মাস চলবে। প্রতি সপ্তাহে একটি করে ক্লাস হবে। প্রয়োজনে ক্লাসের তারিখ ও সময় পরিবর্তন হতে পারে।
৫) প্রতিটি বিষয়ের কর্মশালার ক্লাসের সময়সীমা সর্বাধিক ৪০ মিনিট। ক্লাসগুলি ভিডিও রেকর্ডিং আকারে এবং কিছু ক্লাস অনলাইনে লাইভ হবে।
৬) কর্মশালা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বিশদে জানতে ৯৪৭৫৬০৪১৩১ হোয়াটস্অ্যা‌প নং এ ভয়েস কল করা যাবে প্রত্যহ বেলা ১১ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত। এছাড়াও উক্ত বিষয় সমূহের জন্য Support Form এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। Support Form এর যোগাযোগকারীদের সাথে আমাদের প্রতিনিধির দ্বারা পর্যায়ক্রমে যথাশীঘ্র যোগাযোগ করে নেওয়া হবে।
৭) কর্মশালার মাসিক ফি ২০০ টাকা। প্রতি মাসে বাড়িতে একটি করে চারা গাছ লাগিয়ে ৯৪৭৫৬০৪১৩১ হোয়াটসঅ্যাপ নং এ নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা সহ ২ থেকে ৩ মিনিটের মধ্যে ভিডিও পাঠালে কর্মশালার মাসিক ফি ২০০ টাকা লাগবে না।
৮) কর্মশালার শেষে সকল শিক্ষার্থীকে শংসাপত্র দেওয়া হবে।
৯) কর্মশালার ক্লাসের সময়সূচী ওয়েবসাইটে দেওয়া হবে।
১০) কর্মশালার মান উন্নয়নের জন্য অনলাইন ক্লাসগুলি রেকর্ডিং করা হতে পারে।
১১) লাইভ ক্লাসের মধ্যে শিক্ষা সহায়ক/সহায়িকাদের উল্লেখিত নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীরা চাইলে প্রশ্ন করতে পারবেন।
১২) ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা ক্লাস বহির্ভূত প্রশ্ন করে ক্লাসের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না।
১৩) কর্মশালা চলাকালীন শিক্ষার্থীরা প্রত্যেক ইংরাজী মাসের ১০ তারিখের মধ্যে মাসিক ফি ২০০ টাকা অথবা একটি চারাগাছ লাগিয়ে ২ থেকে ৩ মিনিটের মধ্যে ভিডিও ৯৪৭৫৬০৪১৩১ হোয়াটসঅ্যাপ নং এ পাঠাতে হবে।
১৪) লাইভ ক্লাসের মধ্যে এমন কোনো আচরণ করা যাবে না যাতে অপর কারো অসুবিধা সৃষ্টি হয়।
১৫) ক্লাস চলাকালীন ৫+ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদের অভিভাবকদের থাকা বাধ্যতামূলক।
১৬) কোনো শিক্ষার্থী পরম প্রেরণার দেওয়া নিয়মাবলী মেনে না চললে কিংবা অসাধুচারণ করলে পরম প্রেরণা কর্তৃপক্ষকে জানাতে পারবে। সমস্যা গুরুতর হলে পরম প্রেরণা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
১৭) পরম প্রেরণা চাইলে প্রয়োজনে যে কোন সময় এই নিয়মাবলী পরিবর্তন, সম্পাদনা করতে পারবে।