বিষয়- ১) যোগা ২) নৃত্য ৩) সঙ্গীত ৪) অঙ্কন ৫) হস্তশিল্প ৬) যেমন খুশী সাজো ৭) হাতের লেখা ৮) আবৃত্তি ৯) হাস্য কৌতুক ১০) মোবাইলে তোলা ছবি
পরিচালনায়- পরম প্রেরণা
বি. পি. এস. এস. (পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিবন্ধিত) দ্বারা পরিচালিত
নিবন্ধিত নম্বর- S/2L/33687 (SO233687) of 2014-2015
নিবন্ধিত ঠিকানা- সানবাঁধা, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
‘পরম প্রতিভার সন্ধান – ২০২০’ তে অংশগ্রহণ করার শেষ তারিখ ও সময় ( ৩১ শে জুলাই ২০২০ বিকেল ৫ টা ) সমাপ্ত হয়েছে।
১) বয়স ভিত্তিক গ্রুপ– বয়স ০১/০১/২০২০ অনুসারে গ্রুপ A- ৫+ থেকে ৮ বৎসর, গ্রুপ B- ৮+ থেকে ১২ বৎসর, গ্রুপ C- ১২+ থেকে ১৮ বৎসর, গ্রুপ D- ১৮+ থেকে ২৫ বৎসর, গ্রুপ E- ২৫+ থেকে ৪০ বৎসর।
২) বিষয় ও বিভাগ – ●যোগা (Yoga) – যে কোনো দুটি আসন ও একটি প্রাণায়াম ●নৃত্য (Dance) – যে কোনো একটি সৃজনশীল নৃত্য ●সঙ্গীত ( Song) – রবীন্দ্র সঙ্গীত/দেশাত্মবোধক (যে কোনো একটি গান খালি গলায়) ●যেমন খুশী সাজো (Go as you like)- প্রথমে নিজেকে সাজিয়ে তুলতে হবে এবং উক্ত সাজের পরিপ্রেক্ষিতে পাঁচটি বাক্যে কিছু বলতে হবে। এই বিষয়ে অংশগ্রহণকারীর সাহস, ব্যক্তিত্ব, মানসিকতা, চতুরতা এবং সাধারন জ্ঞান ইত্যাদির মূল্যায়ন করা হবে ●হাতের লেখা (Handwriting) – একটি সাদা কাগজে নিজের হাতে নীল/কালো কালির কলম (পেন) দ্বারা যে কোনো ৫ টি বাক্য লিখতে হবে ●আবৃত্তি(Recitation )– নিজের পছন্দ মতো যে কোনো একটি ●অঙ্কন (Drawing ) – গ্রুপ A,B,C ও D যেমন খুশী আঁকো এবং গ্রুপ E -পরিবেশ দূষন বিষয়ক যে কোনো একটি ছবি ●হস্তশিল্প (Handicrafts) – নিজ হাতের তৈরী শিল্পের যে কোনো একটি নিদর্শন ●হাস্য কৌতুক (Pleasantry) – সৃজনশীল হাসির বিষয়ের উপর ●মোবাইলে তোলা ছবি (Mobile Photography) – যে কোনো একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি তৎসহ সর্বাধিক পাঁচটি বাক্যে বর্ণনা করতে হবে।
৩) উক্ত সকল বিষয়গুলিতে অংশগ্রহণ করার জন্য কোনো এন্ট্রি ফি (প্রবেশ মূল্য ) দিতে হবে না। পরম প্রতিভার সন্ধান– ২০২০ কেবলমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অংশগ্রহণকারীরা বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবে/পারবেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়ি থেকে অংশগ্রহণ করতে পারবে/পারবেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/paramprerana এবং facebook.com/paramprativarsandhan পেজে লাইক করা বাধ্যতা মূলক।
৪) যোগা, নৃত্য, সঙ্গীত, যেমন খুশী সাজো, হাতের লেখা, আবৃত্তি এবং হাস্য কৌতুক বিষয়গুলোর জন্য সর্বাধিক ৩ (তিন) মিনিটের ভিডিও পাঠাতে হবে, অঙ্কনের ক্ষেত্রে ছবি আকার সরঞ্জাম সহ নিজে হাতে আঁকতে থাকা অবস্থায় সর্বাধিক চার (৪) মিনিটের ভিডিও তারসাথে ছবি আঁকা সম্পন্ন হওয়ার পর ছবিটি পাঠাতে হবে। মোবাইলে তোলা ছবির ক্ষেত্রে যে কোনো একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি তৎসহ উক্ত ছবির বিষয়ে সর্বাধিক পাঁচটি বাক্য হোয়াটস্অ্যাপে টাইপ করে পাঠাতে হবে। হস্তশিল্পের ক্ষেত্রে উপকরণ সহ হস্তশিল্পটি করতে থাকা অবস্থায় সর্বাধিক চার (৪) মিনিটের ভিডিও তারসাথে শিল্পকর্মটি সম্পন্ন হওয়ার পর ছবিটি পাঠাতে হবে। সকল বিষয়ের ক্ষেত্রে ছবি ও ভিডিও এডিটিং করা চলবে না, ভিডিও ও ছবির মান যেন ভালো হয়। একজন অংশগ্রহণকারী একটি বিষয়ের জন্য একবারই ছবি ও ভিডিও পাঠাতে পারবেন।
৫) একজন অংশগ্রহণকারী সর্বাধিক ৫ (পাঁচটি) বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। যারা ১৮ বছরের উর্দ্ধে তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং যারা ১৮ বছরের নিম্নে তারা অভিভাবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমস্ত বিষয়ের ভিডিও, ছবি ও লেখা আপলোড করে তার লিঙ্ক সহ সাম্প্রতিক কালের অংশগ্রহণকারীর নিজ নিজ বিষয়ের মোবাইলে তোলা আসল ভিডিও, ছবি ও লেখা আমাদের দেওয়া WhatsApp No – 9475604131 এ পাঠাতে হবে। ভিডিও MP4 Format এ সর্বাধিক 75 MB, আর ছবির ক্ষেত্রে JPEG Format এ সর্বাধিক 20 MB হতে হবে। তারসাথে অংশগ্রহণকারীর নাম, বাবার নাম, সম্পূর্ণ ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, গ্রুপ, বিষয় ও মোবাইল নং অবশ্যই টাইপ করে পাঠাতে হবে।
৬) ভিডিও ও ছবি পাঠানোর শেষ তারিখ ৩১ শে জুলাই ২০২০ বিকেল ৫ টা পর্যন্ত। ৫ ই সেপ্টেম্বর ২০২০ তারিখ রাত্রি ১১ টা ৫৫ মিনিট থেকে রাত্রি ১১ টা ৫৯ মিনিটের মধ্যে আমাদের পরম প্রতিভার সন্ধান ফেসবুক পেজটি আনপাবলিশড করা হবে। উক্ত সময় পর্যন্ত লাইক, রিয়্যাকশন, কমেন্ট ও শেয়ার গণনা করা হবে।
৭) বাছাইপর্ব – প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের WhatsApp No – 9475604131 এ পাঠানো ভিডিও, ছবি ও লেখা ইত্যাদির বাছাই পর্ব পরম প্রেরণার বিচারক মণ্ডলীর দ্বারা পরিচালিত হবে। বিচারক মণ্ডলীর দ্বারা নির্বাচিত ভিডিও, ছবি ও লেখা আমাদের www.facebook.com/paramprativarsandhan ফেসবুক পেজে প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারীর নির্বাচিত হওয়া বিষয়গুলি উক্ত পেজে লাইক, রিয়্যাকশন, কমেন্ট ও শেয়ার এর নম্বরের ভিত্তিতে এবং আমাদের বিচারক মণ্ডলীর বিচারের সিদ্ধান্তে নির্বাচন করা হবে। যে কোনো বিষয়ে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিচারক মণ্ডলীর নেওয়া সিদ্ধান্তের উপর কোনো অভিযোগ গ্রাহ্যণীয় হবে না। বিশেষ প্রয়োজনে নিয়মাবলী, তারিখ ও সময় পরিবর্তিত হতে পারে।
৮) আপলোড করার পদ্ধতি – অংশগ্রহণকারীর পাঠানো ছবি, ভিডিও ও লেখা আগে পাঠানোর ভিত্তিতে প্রাথমিক বাছাই পর্ব চলতে থাকবে এবং বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের ভিত্তিতে পর্যায়ক্রমে পরম প্রতিভার সন্ধান ফেসবুক পেজে অংশগ্রহণকারীর রোল নং, নাম, জেলা, বিষয়, বিভাগ সহ আপলোড করা হবে।
৯) প্রথম পর্যায়ে নির্বাচন ও ফেসবুক পেজে আপলোড করার জন্য, অংশগ্রহণকারীদের WhatsApp এ তথ্যাদি পাঠানোর পর থেকে কমপক্ষে 7 দিন সময় প্রয়োজন হতে পারে।
১০) সর্বমোট ১০০(একশত) নম্বরের মধ্যে ৪০(চল্লিশ) নম্বর লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে দেওয়া হবে এবং বাকি ৬০(ষাট) নম্বর বিচারক মণ্ডলীর বিচারের দ্বারা দেওয়া হবে। প্রতি লাইকের ও রিয়্যাকশনের জন্য ১ নম্বর, প্রতি কমেন্টের জন্য ১ নম্বর, প্রতি শেয়ারের জন্য ২ নম্বর করে থাকবে। ৪০ (চল্লিশ) নম্বরের অধিক লাইক, কমেন্ট ও শেয়ার থাকলেও আর তা নম্বর হিসেবে ধরা হবে না।
১১) প্রতিটি গ্রুপের প্রতিটি বিষয়ে যে সকল অংশগ্রহণকারী ৯১-১০০ নম্বর পাবে/পাবেন তাকে/উনাকে A++ গ্রেড, যে সকল অংশগ্রহণকারী ৮১-৯০ পাবে/পাবেন তাকে/উনাকে A+ গ্রেড, যে সকল অংশগ্রহণকারী ৭১-৮০পাবে/পাবেন তাকে/উনাকে A গ্রেড , যে সকল অংশগ্রহণকারী ৬১-৭০ নম্বর পাবে/পাবেন তাকে/উনাকে B গ্রেড এবং যে সকল অংশগ্রহণকারী ৬১এর কম নম্বর পাবে/পাবেন তাকে/উনাকে C গ্রেড দেওয়া হবে। A++ গ্রেড থেকে B গ্রেড প্রাপকদের কেবলমাত্র সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে তা পরবর্তী সময় আমাদের ওয়েবসাইটে জানানো হবে। প্রতিটি বিষয়ের প্রতিটি গ্রুপের সেরার সেরাকে ‘পরম প্রেরণা সম্মান -২০২০’ দেওয়া হবে এবং আকর্ষনীয় পুরস্কার নিজ নিজ বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
১২) আমাদের সমস্ত রকম আপডেট আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/paramprerana) এবং ওয়েবসাইটে www.paramprerana.org পাওয়া যাবে। WhatsApp এ ভিডিও, ছবি ও লেখা ইত্যাদি পাঠানোর সময় সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত।
১৩) হোয়াটস্অ্যাপে পাঠানো তথ্য সঠিক না থাকলে বা কোনো অভিযোগ থাকলে বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দাখিল করতে হতে পারে। উপযুক্ত প্রমানপত্র না থাকলে অংশগ্রহণকারীকে বাতিল বলে গণ্য করা হবে। পরম প্রেরণার বিচারক মণ্ডলী প্রয়োজনে অনলাইনে সরাসরি অংশগ্রহণকারীদের নিজ নিজ উক্ত বিষয়ের পুনরায় সম্পূর্ণ প্রদর্শন দেখতে চাইতে পারেন।
১৪) অংশগ্রহণকারীরা ছবি, ভিডিও ও লেখা যদি অন্য কারো কপি করে থাকেন তারজন্য দায়বদ্ধ অংশগ্রহণকারী নিজে থাকবেন। তথ্য গোপন করে অংশগ্রহণ করে থাকলে তা যদি প্রমানিত হয় অথবা এডিটিং প্রমানিত হলে অংশগ্রহণকারীকে বাতিল বলে গণ্য করা হবে।অংশগ্রহণকারীর অংশগ্রহণের বিষয়সমুহ নিজস্ব বা অভিভাবকের ফেসবুক প্রোফাইলে আপলোড করা বাধ্যতামুলক নয়। উক্ত সকল বিষয়গুলিতে যেন শালীনতা বোঝায় থাকে, কুরুচিকর যেন না হয়।
১৫) A++ গ্রেড থেকে C গ্রেড যে সকল অংশগ্রহণকারী পাবে/পাবেন তাদের ফলাফল www.facebook.com/paramprerana পেজে এবং www.paramprerana.org ওয়েবসাইটে প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের তারিখ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে পররর্তী সময়ে জানানো হবে। পরবর্তী সময় ‘পরম প্রেরণা সম্মান -২০২০’ এবং A++ গ্রেড প্রাপকদের পাসপোর্ট সাইজ ছবি পরম প্রেরণার WhatsApp No – 9475604131 এ পাঠাতে হবে। অংশগ্রহণকারীর ছবি সহ নাম, জেলা, বিষয়, গ্রুপ এবং তাঁদের পাঠানো ছবি, ভিডিও ও লেখা ইত্যদির খন্ডচিত্র www.facebook.com/paramprerana পেজে এবং www.paramprerana.org ওয়েবসাইটে দেওয়া হবে।
১৬) উক্ত সকল বিষয়গুলিতে রেকর্ডিং করার সময় অংশগ্রহণকারী কোনোরূপ দুর্ঘটনা কবলিত হলে পরম প্রেরণা কোনোভাবেই দায়ী থাকবে না।
১৭) অংশগ্রহণকারীদের পাঠানো ছবি, ভিডিও, লেখা ইত্যাদি ফেসবুক পেজে প্রকাশ করার সময় কোনো অনিচ্ছাকৃত ত্রুটি থেকে থাকলে আমাদের Whatsapp No- 9475604131 এ জানানোর জন্য সকলকে অনুরোধ জানাই। ছবি, ভিডিও, লেখা ইত্যাদি পাঠানোর সময় যান্ত্রিক সমস্যা বা বিশেষ কারণে কোনোরূপ সমস্যা হলে, পরম প্রেরণার বিচারক মণ্ডলী প্রয়োজনে পুনরায় ছবি, ভিডিও ও লেখা অংশগ্রহণকারীর নিকট থেকে নিতে পারেন।
সারা পশ্চিমবঙ্গ ব্যাপী অনলাইন পরম প্রতিভার সন্ধান – ২০২০ এর প্রতিটি বিষয়ের প্রতিটি গ্রুপের সেরার সেরা- র তালিকা