অনলাইন পরম প্রেরণা প্রতিভা বৃত্তি- ২০২০

custom

-:নিয়মাবলী:-

১) বয়স ভিত্তিক গ্রুপ বিন্যাস– বয়স ০১/০৮/২০২০ অনুসারে গ্রুপ A– ৫+ থেকে ৮ বৎসর, গ্রুপ B- ৮+ থেকে ১২ বৎসর, গ্রুপ C- ১২+ থেকে ১৮ বৎসর, গ্রুপ D- ১৮+ থেকে ২৫ বৎসর, গ্রুপ E- ২৫+ থেকে ৩২ বৎসর।
২) বিষয় ও বিভাগ – যোগা (Yoga) – যে কোনো দুটি আসন ও একটি প্রাণায়াম নৃত্য (Dance) – যে কোনো একটি রবীন্দ্র নৃত্য সঙ্গীত (Song) – রবীন্দ্র সঙ্গীত (যে কোনো একটি গান খালি গলায় বাদ্যযন্ত্র ব্যতীত) আবৃত্তি(Recitation)– নিজের পছন্দ মতো যে কোনো একটি অঙ্কন (Drawing ) – গ্রুপ A,B,C ও D যেমন খুশী আঁকো এবং গ্রুপ E -পরিবেশ দূষন বিষয়ক যে কোনো একটি ছবি ● সাধারন জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা (General Knowledge & Current Affairs)– গ্রুপ B,C,D ও E এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
৩) উক্ত ৬ টি বিষয়ের প্রতিটির পূর্ণমান- ৫০ করে থাকবে। যোগা, নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তি বিষয়গুলোর জন্য ২ থেকে ৩ মিনিটের মধ্যে ভিডিও পাঠাতে হবে, অঙ্কনের ক্ষেত্রে ছবি আকার সরঞ্জাম সহ নিজে হাতে আঁকতে থাকা অবস্থায় ২ থেকে ৪ মিনিটের মধ্যে যতটা আঁকা সম্ভব ততটাই ভিডিও, তারসাথে সম্পূর্ণ ছবি আঁকা সম্পন্ন হওয়ার পর ছবিটি পাঠাতে হবে। যোগা, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন বিষয়ের ক্ষেত্রে ছবি ও ভিডিও এডিটিং করা চলবে না, ভিডিও ও ছবির মান যেন ভালো হয়। একজন অংশগ্রহণকারী একটি বিষয়ের জন্য একবারই ছবি ও ভিডিও পাঠাতে পারবেন।
৪) যোগা বিষয়ের ক্ষেত্রে – যে কোনো দুটি আসন ও একটি প্রাণায়াম কেবলমাত্র গ্রুপ C, D ও E এর জন্য প্রযোজ্য। গ্রুপ A ও B এর ক্ষেত্রে কেবলমাত্র তিনটি আসন করতে হবে।
৫) সাধারন জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা বিষয়টি অনলাইনে নেওয়া হবে। সাধারন জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা বিষয়ের জন্য সময়- ১৫ মিনিট থাকবে। পরবর্তীতে তারিখ, সময় এবং পদ্ধতি জানিয়ে দেওয়া হবে। সাধারন জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা বিষয়ের পূর্ণমান- ৫০ নম্বর। সাধারন জ্ঞান থেকে ১৫ টি প্রশ্ন থাকবে ও সাম্প্রতিক ঘটনা থেকে ১০ টি প্রশ্ন থাকবে, তিনটি করে বিকল্প দেওয়া হবে, তার মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রতিটি প্রশ্নের মান ২, প্রতিটি ভুল উত্তরের জন্য ঋণাত্বক(-) ১ নম্বর করে কাটা যাবে।
৬) আবেদন পত্র- www.paramprerana.org ওয়েবসাইটে পরম প্রেরণার মাননীয় সম্পাদক মহাশয়কে অনলাইনে আবেদন করতে হবে সাথে পাসপোর্ট সাইজ ছবি, সাক্ষর এবং টাকা জমা দেওয়ার স্ক্রিনশটটি আপলোড করে পাঠাতে হবে। পাসপোর্ট ছবির ক্ষেত্রে, সাক্ষরের ক্ষেত্রে, ফি এবং অনুদানের ক্ষেত্রে  JPG বা PNG ফর্ম্যাটে পাঠাতে হবে। উক্ত সকল বিষয়গুলিতে অংশগ্রহণ করার জন্য প্রতিটি বিষয়ে এন্ট্রি ফি ১ টাকা ও ৯৯ টাকা অনুদান মোট ১০০ টাকা জমা দিতে হবে। যদি কোন অংশগ্রহণকারী দুটি বিষয়ে অংশগ্রহণ করেন এন্ট্রি ফি ১ টাকা ও ১৭৯ টাকা অনুদান মোট ১৮০ টাকা জমা দিতে হবে, তিনটি বিষয়ে অংশগ্রহণ করেন এন্ট্রি ফি ১ টাকা ও ২৪৯ টাকা অনুদান মোট ২৫০ টাকা জমা দিতে হবে, চারটি বিষয়ে অংশগ্রহণ করেন তাহলে এন্ট্রি ফি ১ টাকা ও ২৯৯ টাকা অনুদান মোট ৩০০ টাকা– বন্ধন ব্যাঙ্কে  Beneficiary Name- Bankura Param Samajkalyan Sangha, Bank Name- Bandhan Bank, Branch Name- Bankura Branch, Account No.- 50160006798876, IFSC Code- BDBL0001540 অথবা UPI ID.-  9832918078@paytm

৭) অনলাইন পরম প্রেরণা প্রতিভা বৃত্তি– ২০২০ কেবলমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। অংশগ্রহণকারীরা বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবে/পারবেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়ি থেকে অংশগ্রহণ করতে পারবে/পারবেন। আমাদের সমস্ত আপডেট পেতে প্রত্যেক অংশগ্রহণকারীকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/paramprerana লাইক করা বাধ্যতা মূলক।
৮) একজন অংশগ্রহণকারী সর্বাধিক ৪ (চারটি) বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। যারা ১৮ বছরের উর্দ্ধে তারা নিজ নিজ WhatsApp No থেকে এবং যারা ১৮ বছরের নিম্নে তারা অভিভাবকের WhatsApp No থেকে যোগা/নৃত্য/সঙ্গীত/ আবৃত্তি/অঙ্কন বিষয়ের ভিডিও, ছবি এবং সাম্প্রতিক কালের অংশগ্রহণকারীর নিজ নিজ বিষয়ের মোবাইলে তোলা আসল ভিডিও, ছবি ও লেখা আমাদের দেওয়া WhatsApp No – 9475604131 এ পাঠাতে হবে। ভিডিও MP4 Format এ সর্বাধিক 75 MB, আর ছবির ক্ষেত্রে JPEG Format এ সর্বাধিক 20 MB হতে হবে। তারসাথে অংশগ্রহণকারীর নাম, বাবার নাম, সম্পূর্ণ ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, গ্রুপ, বিষয় ও মোবাইল নং অবশ্যই টাইপ করে পাঠাতে হবে। অনলাইনে আবেদন করার সময় যে WhatsApp No দেওয়া হবে সেই WhatsApp No থেকেই আমাদের দেওয়া WhatsApp No – 9475604131 এ ছবি, ভিডিও ও লেখা পাঠাতে হবে। WhatsApp এ ভিডিও, ছবি ও লেখা ইত্যাদি পাঠানোর সময় বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
৯) ভিডিও ও ছবি পাঠানোর এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ ও সময়- ১০ই  অক্টোবর ২০২০ রাত্রি ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশেষ প্রয়োজনে নিয়মাবলী, তারিখ ও সময় পরিবর্তিত হতে পারে।
১০) বাছাইপর্ব– প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের WhatsApp No – 9475604131 এ পাঠানো ভিডিও, ছবি ও লেখা ইত্যাদির পরম প্রেরণা নির্ধারিত নিয়মাবলী মেনে সঠিক আছে কিনা দেখে বাছাই পর্ব পরম প্রেরণার বিচারক মণ্ডলীর দ্বারা পরিচালিত হবে। দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণকারীর নির্বাচিত হওয়া বিষয়গুলি আমাদের বিচারক মণ্ডলীর বিচারের সিদ্ধান্তে মান নির্ধারন করা হবে। যে কোনো বিষয়ে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিচারক মণ্ডলীর নেওয়া সিদ্ধান্তের উপর কোনো অভিযোগ গ্রাহ্যণীয় হবে না। 
১১) উক্ত প্রত্যেক বিষয়ে  ৫০ পূর্ণমান থাকবে যা পরম প্রেরণার বিচারক মণ্ডলীর বিচারের দ্বারা দেওয়া হবে।
১২) প্রতিটি গ্রুপের প্রতিটি বিষয়ে যারা ৪১-৫০ নম্বর পাবে/পাবেন তাকে/উনাকে A++ গ্রেড, যারা ৩১-৪০ পাবে/পাবেন তাকে/উনাকে A+ গ্রেড, যারা ২১-৩০পাবে/পাবেন তাকে/উনাকে A গ্রেড এবং ১১-২০ নম্বর পাবে/পাবেন তাকে/উনাকে B গ্রেড দেওয়া হবে। A++ গ্রেড থেকে A+ গ্রেড প্রাপকদের সার্টিফিকেট ও মাসিক বৃত্তি তিন মাস পর্যন্ত দেওয়া হবে। A গ্রেড প্রাপকদের সার্টিফিকেট ও এককালীন বৃত্তি এবং B গ্রেড প্রাপকদের কেবলমাত্র সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে তা পরবর্তী সময় আমাদের ওয়েবসাইটে জানানো হবে। A++ গ্রেড পেয়ে থাকলে মাসিক ১০০০ টাকা করে এবং A+ গ্রেড থাকলে মাসিক ৫০০ টাকা করে তিন মাস পর্যন্ত প্রত্যেক ইংরাজী মাসের ১০ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। A গ্রেড পেয়ে থাকলে এককালীন ৫০০ টাকা বৃত্তি পাওয়া যাবে। ‘অনলাইন পরম প্রেরণা প্রতিভা বৃত্তি- ২০২০’ তে অংশগ্রহণ করলে ৫০০ থেকে ৩০০০ টাকা (প্রত্যেক মাসে ১০০০টাকা করে তিন মাস পর্যন্ত) বৃত্তি ও সাথে আকর্ষণীয় পুরস্কার পাওয়া যেতে পারে। প্রতিটি বিষয়ের সেরার সেরাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে, যা নিজ নিজ বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।
১৩) আমাদের সমস্ত রকম আপডেট আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/paramprerana) এবং ওয়েবসাইট www.paramprerana.org এ পাওয়া যাবে। আমাদের Whatsapp No- 9475604131 এ ভয়েস কল করার সময় বেলা ১১ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত এছাড়াও উক্ত বিষয় সমূহের জন্য Support Form এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। Support Form এর যোগাযোগকারীদের সাথে আমাদের প্রতিনিধির দ্বারা পর্যায়ক্রমে যথাশীঘ্র যোগাযোগ করে নেওয়া হবে।
১৪) অনলাইনে পাঠানো আবেদনপত্র ও হোয়াটস্অ্যাপে পাঠানো তথ্য সঠিক না থাকলে, নীতিমালা ভঙ্গ করলে বা কোনো অভিযোগ থাকলে বয়সের প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দাখিল করতে হতে পারে। উপযুক্ত প্রমানপত্র না থাকলে অংশগ্রহণকারীকে বাতিল বলে গণ্য করা হবে। পরম প্রেরণার বিচারক মণ্ডলী প্রয়োজনে অনলাইনে সরাসরি অংশগ্রহণকারীদের নিজ নিজ উক্ত বিষয়ের পুনরায় সম্পূর্ণ প্রদর্শন দেখতে চাইতে পারেন।
১৫) অংশগ্রহণকারীরা ছবি, ভিডিও ও লেখা যদি অন্য কারো কপি করে থাকেন তারজন্য দায়বদ্ধ অংশগ্রহণকারী নিজে থাকবেন। তথ্য গোপন করে অংশগ্রহণ করে থাকলে তা যদি প্রমানিত হয় অথবা এডিটিং প্রমানিত হলে অংশগ্রহণকারীকে বাতিল বলে গণ্য করা হবে। উক্ত সকল বিষয়গুলিতে যেন শালীনতা বোঝায় থাকে, কুরুচিকর যেন না হয়।
১৬) A++ গ্রেড থেকে B গ্রেড যারা পাবে/পাবেন কেবলমাত্র তাদের ফলাফল www.facebook.com/paramprerana পেজে এবং www.paramprerana.org ওয়েবসাইটে প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের তারিখ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে পররর্তী সময়ে জানানো হবে। পরবর্তী সময় A++ এবং A গ্রেড প্রাপকদের পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং পরম প্রেরণার WhatsApp No – 9475604131 এ পাঠাতে হবে। অংশগ্রহণকারীর ছবি সহ নাম, জেলা, বিষয়, গ্রুপ এবং তাঁদের পাঠানো ছবি, ভিডিও ও লেখা ইত্যদির খন্ডচিত্র www.facebook.com/paramprerana পেজে এবং www.paramprerana.org ওয়েবসাইটে দেওয়া হবে।
১৭) একবার আবেদন করার পর আবেদনকারীর প্রদেয় অর্থ (ফি+অনুদান) অফেরৎযোগ্য বলে বিবেচিত হবে। উক্ত সকল বিষয়গুলির ক্ষেত্রে অংশগ্রহণকারীর অংশগ্রহণ করার সময় কোনোরূপ দুর্ঘটনা কবলিত হলে পরম প্রেরণা কোনোভাবেই দায়ী থাকবে না।

১৮) পরম প্রেরণা চাইলে প্রয়োজনে যে কোনো সময় এই নিয়মাবলী পরিবর্তন, সম্পাদনা করতে পারবেন।

১৯) অংশগ্রহণকারীদের পাঠানো ছবি, ভিডিও, লেখা ইত্যাদি ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে প্রকাশ করার সময় কোনো অনিচ্ছাকৃত ত্রুটি থেকে থাকলে আমাদের Whatsapp No- 9475604131 এ জানানোর জন্য সকলকে অনুরোধ জানাই। ছবি, ভিডিও, লেখা ইত্যাদি পাঠানোর সময় যান্ত্রিক সমস্যা বা বিশেষ কারণে কোনোরূপ সমস্যা হলে, পরম প্রেরণার বিচারক মণ্ডলী প্রয়োজনে পুনরায় ছবি, ভিডিও ও লেখা অংশগ্রহণকারীর নিকট থেকে নিতে পারেন।