নিজ নিজ বিষয়ে দক্ষ সুপ্ত প্রতিভাকে সম্মান জানিয়ে আরও এগিয়ে চলার অনুপ্রেরণার জন্য, কর্মসংস্থানের উদ্দেশ্যে স্বনির্ভর হওয়ার জন্য অনলাইন কর্মশালা, স্বাস্থ্য সুরক্ষার জন্য যোগ ও ন্যাচারোপ্যাথি বিষয়ক অনলাইন কর্মশালা, পরম স্বপ্নের বাগান প্রকল্পের মাধ্যমে লক্ষ্যমাত্রা প্রায় ১ লক্ষ গাছের চারা ও বীজ রোপণ করে বিশ্ব উষ্ণায়ণ তথা পরিবেশ বাঁচানোর যুদ্ধে সামিল হতে, অক্সিজেন ব্যাঙ্ক, স্যানিটারি প্যাড ব্যাঙ্ক, দুগ্ধ ব্যাঙ্ক, রাস্তার অসহায় পশুদের জন্য পুষ্টিকর খাবার, পাখীদের জন্য খাবার, দুঃস্থদের জন্য এবং অসহায় পথশিশুদের পুষ্টিকর খাবার ও পোষাক দেওয়ার জন্য আপনিও সামিল হোন, আপনিও আপনার বা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষ্যে দুঃস্থদের উপরে উল্লেখিত কোন প্রয়াসে সামিল হয়ে আপনার বিশেষ দিনটিকে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে, স্মরণীয় করে রাখতে চাইলে মানুষের পাশে থেকে কারোর আনন্দের কারণ হয়ে উঠুন।
স্বাস্থ্য, অন্ন, শিক্ষা, বাসস্থান ও জীব সেবাই আমাদের পরম প্রেরণা, জীব সেবার এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
‘সারা বাংলা অনলাইন পরম প্রেরণা প্রতিভা নৃত্য সম্মান- ২০২১’ ও ‘সারা বাংলা অনলাইন পরম প্রেরণা প্রতিভা সঙ্গীত সম্মান- ২০২১’ (সিজন-১)
১) ‘সারা বাংলা অনলাইন পরম প্রেরণা প্রতিভা নৃত্য সম্মান- ২০২১’ ও ‘সারা বাংলা অনলাইন পরম প্রেরণা প্রতিভা সঙ্গীত সম্মান- ২০২১’ “ সিজন-১” শুধুমাত্র পশ্চিম বঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে , যা পরিচালনা ও আয়োজন করবে পরম প্রেরণা ( যা বি.পি.এস.এস. দ্বারা পরিচালিত)।
২) আমাদের এই অরাজনৈতিক, অলাভজনক, সেচ্ছাসেবী সংস্থাটি ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতিভা অন্বেষণ এর নানাবিধ অনুষ্ঠান ও প্রতিভার সন্ধান নিয়ে রাজ্য ভিত্তিক অনুষ্ঠান অফ লাইনে ও অনলাইনে সফলভাবে করে চলেছে। এই বছর আমরা অনলাইনে বাড়িতে থেকেই সমাজে বিশেষ অবদানের জন্য, অনুপ্রেরণার জন্য প্রতিভাকে সম্মানিত করতে আমাদের ক্ষুদ্র প্রয়াস।
৩) বয়স ভিত্তিক গ্রুপ বিন্যাস– বয়স ০১/০৬/২০২১ অনুসারে
গ্রুপ A- ৫ বছরের নীচে
গ্রুপ B- ৫+ থেকে ৮ বছর
গ্রুপ C- ৮+ থেকে ১৩ বছর
গ্রুপ D- ১৩+ থেকে ১৮ বছর
গ্রুপ E- ১৮+ থেকে তদুর্ধ
৪) বিষয় –
●নৃত্য (Dance) – সৃজনশীল নৃত্য / নজরুল নৃত্য / রবীন্দ্র নৃত্য / আধুনিক নৃত্য / ক্লাসিক্যাল নৃত্য / লোক নৃত্য
নৃত্যের ক্ষেত্রে যে কোনো একটি একক নৃত্য করতে হবে।
●সঙ্গীত (Song) – আধুনিক গান/ রবীন্দ্র সঙ্গীত / নজরুল গীতি/ দেশাত্ববোধক গান
সঙ্গীতের ক্ষেত্রে খালি গলায় বাদ্যযন্ত্র ছাড়া যে কোনো একটি বাংলা গান গাইতে হবে। স্বরচিত গান গাওয়া চলবে না।
৫) উক্ত অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবে/পারবেন। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাড়ি থেকে অংশগ্রহণ করতে পারবে/পারবেন। আমাদের সমস্ত আপডেট পেতে প্রত্যেক অংশগ্রহণকারীকে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/paramprerana লাইক করা বাধ্যতা মূলক। প্রত্যেক অংশগ্রহণকারীদের ফেসবুক কন্ট্যাক্ট লিস্টের কমপক্ষে পাঁচজন facebook friend কে group invitation এর মাধ্যমে আমাদের গ্রুপে যুক্ত করানো বাধ্যতামূলক। ৬) যে বিষয়ে অংশগ্রহণ করবেন সেই বিষয়ের ভিডিও তৈরি করার পূর্বে অংশগ্রহণকারীর নাম, জেলার নাম, লিঙ্গ, গ্রুপ ও কি বিষয়ের সঙ্গীত /নৃত্য, কার লেখা, শিল্পীর নাম ইত্যাদি বলে শুরু করতে হবে।
৭)উক্ত বিষয়গুলিতে প্রথম পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রতিটি বিষয়ের জন্য এন্ট্রি ফি বা অনুদান দিতে হবে না। প্রথম পর্যায়ে নৃত্য, সঙ্গীত বিষয়গুলোর জন্য ২ থেকে ৩ মিনিটের মধ্যে ভিডিও পরম প্রেরণা ফেসবুক গ্রুপে আপলোড করতে হবে। নৃত্য ও সঙ্গীত বিষয়ের ভিডিও ও ছবির মান যেন ভালো হয়। সাথে Caption এ দিতে হবে—
Participant name-
District Name-
Gender-
Group-
Subject-
Caption এ অবশ্যই hastag দিতে হবে এবং অংশগ্রহণকারীর নাম,জেলার নাম,লিঙ্গ,গ্রুপ ও বিষয় অবশ্যই ইংরেজিতে টাইপ করতে হবে। একজন অংশগ্রহণকারী একটি বিষয়ের জন্য একবারই ছবি ও ভিডিও পোস্ট করতে পারবেন। নিজের প্রোফাইলে বা অন্য পেজে ভিডিও আপলোড করে তা এই গ্রুপে শেয়ার করলে চলবে না।
৮) যারা ১৮ বছরের উর্দ্ধে তারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং যারা ১৮ বছরের নিম্নে তারা অভিভাবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নৃত্য বা সঙ্গীত এর সাম্প্রতিক কালের অংশগ্রহণকারীর নিজ নিজ বিষয়ের মোবাইলে তোলা আসল ভিডিও / ছবি / লেখা আমাদের পরম প্রেরণা ফেসবুক গ্রুপে আপলোড করবেন, যার আসল কপিটি অনুষ্ঠানের রেজাল্ট বের হওয়া পর্যন্ত ডিলিট করা চলবে না। ভিডিও MP4 Format এ, আর ছবির ক্ষেত্রে JPEG Format এ করে আপলোড করতে হবে।
৯) প্রথম পর্যায়ে অংশগ্রহণের জন্য ভিডিও/ ছবি পাঠানোর শেষ তারিখ ও সময়- ২৫ শে জুন ২০২১ রাত্রি ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
১০) সঠিক প্রযুক্তিগত পদ্ধতি ও নিয়ম নীতি মেনে পরম প্রেরণা ফেসবুক গ্রুপে ভিডিও আপলোড করে অংশগ্রহণের জন্য অনুরোধ করলে গ্রুপের অ্যাডমিন অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করতে কমপক্ষে ৭২ ঘন্টা সময় প্রয়োজন হতে পারে।
১১) প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের গ্রুপে পাঠানো ভিডিও, ছবি ও লেখা ইত্যাদি পরম প্রেরণা নির্ধারিত নিয়মাবলী মেনে সঠিক আছে কিনা এবং উপস্থাপন দেখে বাছাই পর্ব পরম প্রেরণার বিচারক মণ্ডলীর দ্বারা পরিচালিত হবে।
১২) প্রথম পর্যায়ে যারা বাছাইকৃত হবেন তারাই কেবলমাত্র দ্বিতীয় বা চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করতে পারবেন। দ্বিতীয় বা চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারীর বাছাইকৃত বিষয়গুলি নির্দিষ্ট প্লাটফর্মে নির্দিষ্ট সময় লাইভে এসে উপস্থাপন করতে হবে, লাইভ উপস্থাপন করার পদ্ধতি, সময় ও নিয়মনীতি পরবর্তী সময়ে পরম প্রেরণা ফেসবুক গ্রুপে বা পরম প্রেরণা ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় বা চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণকারীদের লাইভ প্রদর্শন আমাদের বিচারক মণ্ডলীর বিচারের সিদ্ধান্ত অনুযায়ী বিবেচিত হয়ে দ্বিতীয় বা চূড়ান্ত পর্যায় উত্তীর্ণ হবে।
১৩) দ্বিতীয় বা চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য www.paramprerana.org ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।দ্বিতীয় পর্যায়ে অ্ংশগ্রহণের জন্য ৫০ টাকা রেজিষ্ট্রেশন ফি + অনুদান ৪৫০ টাকা মোট ৫০০ টাকা (অফেরৎযোগ্য) পরম প্রেরণা উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে (ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং পরবর্তী সময় জানানো হবে) পাঠাতে হবে। যে সকল অংশগ্রহণকারীরা বাড়িতে একটি গাছের চারা রোপণ করতে থাকা অবস্থায় ২-৩ মিনিটের ভিডিও (নাম,জেলার নাম সহ) আপলোড করবেন তাদের ক্ষেত্রে ৫০ টাকা রেজিষ্ট্রেশন ফি + অনুদান ৪০০ টাকা মোট ৪৫০ টাকা পাঠাতে হবে। অংশগ্রহণকারীর পারিবারিক মাসিক আয় ৬০০০ এর নিম্নে হলে সেক্ষেত্রে পরিবারের পিতা/মাতা/অভিভাবকের সাক্ষর সহ সাদা কাগজে আবেদন করতে হবে পরম প্রেরণার সম্পাদক মহাশয়কে। পরম প্রেরণা পরবর্তী সময়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ /পৌরসভা কর্তৃপক্ষ/ বি.ডি.ও. কর্তৃক আয় শংসাপত্র প্রয়োজনে নিতে পারে। সাথে ৫০ টাকা রেজিষ্ট্রেশন ফি + অনুদান ১৫১ টাকা মোট ২০১ টাকা পরম প্রেরণা উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। এক্ষেত্রে য়দি অংশগ্রহণকারীরা বাড়িতে একটি গাছের চারা রোপণ করতে থাকা অবস্থায় ২-৩ মিনিটের ভিডিও (নাম,জেলার নাম সহ) আপলোড করেন তবে তাকে (৫০ টাকা রেজিষ্ট্রেশন ফি + অনুদান ১০১ টাকা) মোট ১৫১ টাকা। দ্বিতীয় পর্যায়ে কিভাবে আবেদন করতে হবে, অনুদান ও রেজিষ্ট্রেশন ফি পাঠানোর পর স্ক্রিনশট কোথায় পাঠাতে হবে, আয়ের শংসাপত্র কোথায় আপলোড করতে হবে সমস্ত কিছু পরবর্তী সময়ে বিশদে জানানো হবে পরম প্রেরণা ফেসবুক গ্রুপের মাধ্যমে। তাই সকলকে গ্রুপের announcement section ফলো করতে হবে।
১৪) একজন অংশগ্রহণকারী দুটি বিষয়েই অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য দুটি বিষয়ের জন্য উল্লেখিত রেজিষ্ট্রেশন ফি+ অনুদান পরম প্রেরণা উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে (ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং পরবর্তী সময় জানানো হবে) পাঠাতে হবে।
১৫) দ্বিতীয় পর্যায়ে যারা উত্তীর্ণ হবেন তাদের সম্মানিত করা হবে “সারা বাংলা অনলাইন পরম প্রেরণা প্রতিভা নৃত্য সম্মান – ২০২১” ও “সারা বাংলা অনলাইন পরম প্রেরণা প্রতিভা সঙ্গীত সম্মান – ২০২১” এ। সাথে তাদেরকে বিশেষ পুরস্কার ও মেডেল বাড়ির ঠিকানায় পোস্ট অফিস বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে এবং ই- সার্টিফিকেট দেওয়া হবে যা অংশগ্রহণকারীদের প্রদেয় ই-মেলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের কোনো সার্টিফিকেট বা পুরস্কার বা মেডেল দেওয়া হবে না, কেবলমাত্র যারা দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হবেন তারা বিশেষ পুরস্কার, মেডেল এবং ই- সার্টিফিকেট পাবেন।
১৬)যে কোনো বিষয়ে বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিচারক মণ্ডলীর নেওয়া সিদ্ধান্তের উপর কোনো অভিযোগ গ্রাহ্যণীয় হবে না। বিশেষ প্রয়োজনে নিয়ম ও নীতিমালা , তারিখ ও সময় পরিবর্তিত হতে পারে।
১৮) অনলাইনে পাঠানো আবেদনপত্র ও তথ্যাদি সঠিক না থাকলে, নিয়মাবলী ভঙ্গ করলে বা কোনো অভিযোগ থাকলে বয়সের প্রমাণপত্র ( জন্ম শংসাপত্র /স্কুল শংসাপত্র / অন্য কোনো বয়সের প্রমানপত্র), স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ও আয় শংসাপত্রের অনলাইনে সফট কপি দাখিল করতে হতে পারে দ্বিতীয় পর্যায়ে। উপযুক্ত প্রমানপত্র না থাকলে অংশগ্রহণকারীকে বাতিল বলে গণ্য করা হবে। পরম প্রেরণার বিচারক মণ্ডলী প্রয়োজনে অনলাইনে সরাসরি অংশগ্রহণকারীদের নিজ নিজ উক্ত বিষয়ের পুনরায় সম্পূর্ণ প্রদর্শন দেখতে চাইতে পারেন।
১৯) অংশগ্রহণকারীরা ছবি, মিউজিক, ভিডিও ও লেখা যদি অন্য কারো কপি করে থাকেন তারজন্য দায়বদ্ধ অংশগ্রহণকারী নিজে থাকবেন। তথ্য গোপন করে অংশগ্রহণ করে থাকলে তা যদি প্রমানিত হয় অথবা এডিটিং প্রমানিত হলে অংশগ্রহণকারীকে বাতিল বলে গণ্য করা হবে। উক্ত সকল বিষয়গুলিতে যেন শালীনতা বোঝায় থাকে ও কুরুচিকর যেন না হয়।
২১) উক্ত সকল বিষয়গুলির ক্ষেত্রে অংশগ্রহণকারীর অংশগ্রহণ করার সময় কোনোরূপ দুর্ঘটনা কবলিত হলে পরম প্রেরণা কোনোভাবেই দায়ী থাকবে না।
২২) পরম প্রেরণা চাইলে প্রয়োজনে যে কোনো সময় এই নিয়মাবলী পরিবর্তন ও সম্পাদনা করতে পারবেন।
২৩) ছবি, ভিডিও, লেখা ইত্যাদি পোস্ট করার সময় যান্ত্রিক সমস্যা বা বিশেষ কারণে কোনোরূপ সমস্যা হলে, পরম প্রেরণার বিচারক মণ্ডলী প্রয়োজনে পুনরায় ছবি, ভিডিও ও লেখা অংশগ্রহণকারীর নিকট থেকে নিতে পারেন।