পরম প্রেরণা স্বনির্ভরতা প্রকল্প

পরিচালনায় - পরম প্রেরণা

স্বনির্ভরতার লক্ষ্যে পরম প্রেরণা আয়োজন করেছে নিম্নলিখিত ৯টি Param Prerana Swanirvorota workshop (কর্মশালা) –
১) বিউটিশিয়ান ও পার্সোনাল কেয়ার ২) সৌর শক্তির ব্যবহার ৩) আর্ট & ক্র্যাফট ৪) মোবাইল রিপিয়ারিং ৫) স্পোকেন ইংলিশ ৬) সেলাই ৭) বেসিক কম্পিউটার ৮) সি.সি. ক্যামেরা ৯) টিভি রিপিয়ারিং ১০) ফার্স্ট এইড ও পার্সোনাল কেয়ার

Param Prerana Swanirvorota workshop (কর্মশালা)তে অংশগ্রহন করার জন্য নিচের লিংকে ক্লিক করে আবেদন করুন –

নিয়মাবলী –


১) উপরোক্ত সকল কর্মশালাগুলি তিন মাসের জন্য। বিশেষ ক্ষেত্রে কিছু কর্মশালা ছয় মাস বা এক বছরের জন্য করা যেতে পারে।
২) বিশেষ প্রয়োজন উক্ত কর্মশালাগুলি পশ্চিমবঙ্গের যেকোনো জায়গায় শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে পরম প্রেরণা কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। যেকোনো বিষয়ের কর্মশালায় প্রতিটি ব্যাচে কমপক্ষে ১০ জন অংশগ্রহণকারীকে অংশগ্রহণ করতে হবে, অন্যথায় ব্যাচটি বাতিল বলে ঘোষণা করা হবে।
৩) উক্ত কর্মশালাগুলি কোনোটিই চাকরির জন্য নয়। আমাদের লক্ষ্য উক্ত কর্মশালাগুলির মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তোলা, যাতে আপনারা নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে কাজ শুরু করতে পারেন।
৪) কর্মশালা গুলির ব্যাচ শুরুর সময়, স্থান ইত্যাদি আমাদের প্রতিনিধিদের দ্বারা বা ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারবেন।
৫) প্রতিটি বিষয়ে কর্মশালার জন্য রেজিস্ট্রেশন ফি 1 টাকা এবং অনুদান 4999 টাকা মোট 5000 টাকা জমা করতে হবে। কিছু কিছু বিষয়ের জন্য advance workshop করতে চাইলে তার জন্য আলাদা ফি জমা দিতে হবে যা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
৬) কর্মশালার ফি এককালীন জমা করতে না পারলে রেজিস্ট্রেশনের সময় (1+2999) মোট 3000 টাকা এবং পরবর্তী মাসে 2000 টাকা জমা দিতে হবে।
৭) প্রতিটি কর্মশালার নির্দিষ্ট ফি এককালীন জমা করলে 500 টাকা ছাড় পাওয়া যাবে অর্থাৎ রেজিস্ট্রেশন ফি 1 টাকা এবং অনুদান 4499 টাকা মোট 4500 টাকা জমা করতে হবে।
৮) কর্মশালার জন্য প্রদত্ত রেজিস্ট্রেশন ফি এবং অনুদান সম্পূর্ণ অফেরতযোগ্য। কর্মশালায় নাম রেজিস্ট্রেশন করার পর বা কর্মশালার মাঝপথে বা কর্মশালার শেষে কোন টাকা ফিরতের দাবী করতে পারবেন না।
৯) ভর্তি হওয়ার পরে কোন বিশেষ কারণবশত কর্মশালার ব্যাচ শুরু না হলে সম্পূর্ণ টাকা ফিরত দেওয়া হবে।
১০) উক্ত কর্মশালা গুলির বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের প্রতিনিধিদের সাথে অথবা ফোন করুন এই নম্বরে 9475604123 (সন্ধ্যে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত)।
১১) প্রতিটি কর্মশালার শেষে পরীক্ষা নেওয়া হবে এবং অংশগ্রহণ সার্টিফিকেট প্রদান করা হবে ।
১২) উপরোক্ত নিয়মাবলী বিশেষ কারণে যে কোনো সময়ে পরিবর্তিত হতে পারে।